রাশিফল জানতে

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করা হয়েছে। 



 রাশিফল জানতে এখানে ক্লিক  করুন


আপনাদের জন্য রাশিফল একটু কষ্ট করেই লিখি। আশা থাকে, আপনারা নিজের রাশিফল ছাড়াও অন্যগুলোও পড়বেন। কেননা, বিভিন্ন রাশিতে আমি নানা ধরনের জরুরি বার্তা দেওয়ারও চেষ্টা করি। হয়তো ওগুলো আপনাদের কাজে লাগবে—এই ভেবে। প্রিয় মেষ, চলতি সপ্তাহে আপনার একটি জটিল অঙ্কের সমাধান হবে।পৃথিবীতে পরিপূর্ণতা বলে কিছু নেই। ভালোর পরেও কাজটার আরও ভালো থেকে যায়। এর তো শেষ নেই। কাজেই আপনার কোনো কাজ একটা মাত্রায় পৌঁছালে ওখানেই সেটা শেষ করে দেবেন। আরও ভালোর আশায় থাকবেন না। আপনার সাফল্য এমনিতেই আসবে

 রাশিফল জানতে এখানে ক্লিক  করুন

Comments